বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবকের ভূমিকায় সবাইকে চমকে দিলেন উপজেলা চেয়ারম্যান পল্লব

নিজস্ব প্রতিবেদকঃ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কয়েক শ লোক লাইনে দাঁড়িয়েছেন করোনার টিকা নেওয়ার জন্য, কিন্তু দাঁড়িয়েছেন ঠাসাঠাসি করে। স্বাস্থ্যবিধি না মেনে কার আগে কে টিকা নিবেন, তা নিয়ে চলছে হুড়োহুড়ি, চিল্লাচিল্লি ।

মঙ্গলবার (১০ আগস্ট) সকালে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ দৃশ্য দেখা গেছে। সারিবদ্ধভাবে দাঁড়াতে এবং সিরিয়াল বজায় রাখতে সেখানকার স্বাস্থ্যকর্মীরা বারবার তাগাদা দিলেও শুনছেন না কেউ। এমন পরিস্থিতি কেউ যাতে টিকা নিতে এসে করোনা সংক্রমিত না হয় এবং টিকা নেওয়ার শৃঙ্খলা আনতে স্বেচ্ছাসেবী হিসাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করতে দেখা গেছে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে।

উপজেলা চেয়ারম্যান পল্লবের এমন ভূমিকায় মূহুর্তেই শত শত মানুষ সারিবদ্ধভাবে স্বাস্থবিধি মেনে টিকাগ্রহন করেন এবং উপজেলা স্বাস্থ্যকর্মীদের মাঝে কাজের উদ্দীপনা সৃষ্টি হয়।

করোনা পরিস্থিতিতে মানবতার সেবায় যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়ে বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, করোনাকালীন এসময়ে মানুষের পাশে না দাঁড়ালে আমরা বিবেকের কাছে ঋনী থাকবো। বিয়ানীবাজার হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্টাফরা মানুষদের সেবা দিতে নিয়মিত হিমশিম খাচ্ছেন, এমন খবর আমার কাছে আসে। এখন থেকে স্বেচ্ছাসেবী হিসাবে উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ রাজনৈতিক কর্মীদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন এ কার্যক্রম চলবে।

বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যানের এমন মানবিক কাজকে স্বাগত জানিয়ে বিয়ানীবাজার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, তার এমন উপস্থিতি মানবসেবায় ব্রত হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্টাফরা অনুপ্রানীত হবে। তিনি আশা করেন করোনাকালীন এসময়ে সবাইকে কাধে কাধ মিলিয়ে পরিস্থিতির মোকাবেলা করতে হবে।

Back to top button