পেশা নিয়ে শঙ্কায় বিয়ানীবাজারের হকাররা

মহসিন রনি: করোনায় বিপর্যস্ত পুরো বিশ্ব। দেড় বছরের বেশি সময় থেকে বিশ্বের উন্নত দেশ গুলোতে যেখানে তান্ডব চালাচ্ছে এই ভাইরাসটি সেখানে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ও তার ব্যাতিক্রম নয়। করোনার এই ক্রান্তিলগ্নে অনেক শ্রমজীবী মানুষরা পেশা বদলেছেন। তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া হকাররা পড়েছেন বিপাকে। আধুনিকতার ছোয়ায় অনলাইন নির্ভর দুনিয়া যেখানে ছাপা পত্রিকার জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে সেখানে এই পেশার সাথে জড়িত হকরা এখন অনেকটাই চিন্তিত। আগে যেখানে উপজেলা জুড়ে কয়েক হাজার পত্রিকা বিক্রি হতো সেখানে এখন মাত্র কয়েকশো পত্রিকা বিক্রি করেই সন্তোষ্ট থাকতে হয় হকারদের। বিয়ানীবাজারের একমাত্র পেপার এজেন্সি যেখান থেকে উপজেলার মানুষ তাদের পছন্দের পত্রিকাটি সংগ্রহ করেন। মোড়ে মোড়ে হকার থাকায় অনেকেই সেখান থেকে ক্রয় করেন, তবে সেই সংখ্যাটা খুব কম।
হকার সুমন আহমেদ বলেন, আগে একটা সময় ছিল যখন সকাল বিকেল পত্রিকা বিলি করে দিন পার করেছি। এখন আর সেই দিন নেই। এই পেশায় এসে অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। কিছু প্রবীণ মুরব্বিরা এখনো পত্রিকা পড়েন বিষয়টি আনন্দের। করোনায় আমরা অনেকটা বিপর্যস্ত। দিন দিন সবাই অনলাইন নির্ভর হলে আমার কি করবো ভেবে পাচ্ছিনা। কয়ছর আহমেদ নামের আরেক হকার বলেন, বর্তমানে আমরা এই পেশার সাথে জড়িত রয়েছি অনেকটায় স্বার্থহীন ভাবে। কম আয় থাকলে নেশায় পরিনত হয়েগেছে পত্রিকা বিলি করা।
বিয়ানীবাজার পেপার এজেন্সির পরিচালক আব্দুল বাসিত টিপু বলেন, বর্তমানে আগের থেকে অনেক কম পত্রিকা বিক্রি হয়। তবে লাভজনক না হলেও ঐতিহ্য রক্ষা করতে গিয়ে ও এই প্রতিষ্ঠানের সাথে জড়িত অনেকের কথা চিন্তা করে আমাদের চলতে হয়। তবে ছাপা পত্রিকার সু দিন ফেরার অপেক্ষায় অনেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পেতে ছাপা পত্রিকার বিকল্প নেই।