বিয়ানীবাজারে গণটিকা শুরু, কেন্দ্রে কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভিড়

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে সারা দেশের ন্যায় গণটিকা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার ( ৭ আগস্ট) সকাল ১০ টায় দেশের প্রথম ডিজিটাল ইউনিয়ন মাথিউরা ইউনিয়ন পরিষদ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। টিকা নিতে সবগুলোই কেন্দ্রে টিকা গ্রহীতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আল খান চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন।
গণটিকা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. তছির আলী, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু, ইউপি সদস্য আলতাফ হোসেন ও আবুল কালাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ উদ্দিন প্রমুখ।
শনিবার উপজেলার মাথিউরাসহ ৬ ইউনিয়নের ১৮ ওয়ার্ডের ৩ হাজার ৬শত জনকে এবং রবিবার পৌরসভাসহ অবশিষ্ট চার ইউনিয়নের ১৫ ওয়ার্ডের ৩ হাজার জনকে এ টিকা প্রদান করা হবে। এদিকে গণটিকা কার্যক্রম শুরু হওয়ার পর উপজেলার কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে, অনেক ক্ষেত্রে এসব ভিড় টিকা কার্যক্রমকে ব্যহত করছে।
শনিবার মাথিউরা ইউনিয়ন পরিষদ থেকে গণটিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পর উপজেলার আলীনগর, চারখাই, কুড়ারবাজার, তিলপাড়া ও মুড়িয়ায় গণটিকা প্রদান শুরু হয়। ৬ ইউনিয়নের ১৮ ওয়ার্ডের প্রতিটিতে ২শ’ জনকে এ টিকা প্রদান করা হবে। রোববার বিয়ানীবাজার পৌরসভা, দুবাগ, শেওলা, মোল্লাপুর ও লাউতা ইউনিয়নের ১৫টি ওয়ার্ডের গণটিকা প্রদান করা হবে।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, তারা শনিবার ৬ টি ইউনিয়নের ১৮ ওয়ার্ডে টিকা কর্মসুচি পালন করেছেন, রবিবার পৌরসভাসহ বাকি ইউনিয়ন গুলোতে টিকা কার্যক্রম শুরু হবে।
টিকা কেন্দ্রে ২০০ জনকে টিকা দেয়ার তালিকা আগে করলেও টিকা কেন্দ্রে মানুষের এতো ভিড়ের ব্যাপারে তিনি জানান, টিকার তালিকা স্থানীয় জনপ্রতিনিধিরা সরকারি নিয়ম অনুযায়ী করেছেন। তিনি কাল থেকে শুধু তালিকাভুক্তদের টিকা কেন্দ্রে এসে উপস্থিত হয়ে টিকা গ্রহনের অনুরোধ জানান।