বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে বিভিন্ন আয়োজনে বঙ্গবন্ধুপুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদকঃ বিয়ানীবাজারে আলাদা আলাদা ভাবে বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মদিন পালন করেছে বিয়ানীবাজার প্রশাসন, বিয়ানীবাজার পৌরসভা ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার ( ৫ আগস্ট) সকাল বিয়ানীবাজার প্রশাসনের উদ্দ্যোগে উপজেলা চত্বরে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদনের মাধ্যমে জন্মদিন পালন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জ্যৈষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ বিয়ানীবাজার কমান্ড।

পুষ্পার্ঘকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান, উপজেলা সহকারি (ভূমি) মুশফিকুন নূরসহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

এদিকে, দুপুরে শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে বিয়ানীবাজার পৌরসভার উদ্দ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর পৌরসভার সভাকক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র আব্দুস শুকুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র-০২ নাজিম উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদসহ পৌরসভার কর্মকর্তারা।

আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।

অন্যদিকে, শেখ কামালের ৭২তম জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার বাদ যোহর সরকারি কলেজ মসজিদে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান, সহসভাপতি আহমদ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনুসহ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

Back to top button