৫ দিন পূর্বেও বিয়ানীবাজার সরকারি হাসপাতালের আইসোলেশন বেডে ছিলো না রোগী, এখন নেই সিট
জুনিয়র প্রতিবেদকঃ আকাশের মেঘের আধার যেন আরও ঘনীভূত হচ্ছে। করোনা ভাইরাসের তান্ডবে দিশেহারা এখন বিয়ানীবাজারবাসি। সময়ের সাথে এখন করোনা ভাইরাস চোখ রাঙ্গাচ্ছে আরও ভয়ানক রুপে।
করোনা ভাইরাসে লন্ডভন্ড এখন পুরো বিয়ানীবাজার উপজেলা। সারা দেশের থেকেও এই উপজেলায় এখন মৃত্যুর হার বেশি। প্রতিদিন রেকর্ড পরিমাণ মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যু বরণ করছেন। যার অনেকটাই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের রেকর্ডের বাইরে থেকে যায়৷ করোনার ভয়াবহতায় কোণঠাসা বিয়ানীবাজারসহ পুরো দেশ৷
৫ দিন আগেও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ১০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিটে ছিল না কোন রোগী। অথচ আজ মাত্র ৫ দিনের ব্যবধানে উক্ত ইউনিটে খালি নেই আর কোন সিট। সিলেটের করোনা ডেডিকেটেড হাসপাতালে গুলোর আইসিউ কিংবা আইশোলেসন ওয়ার্ডে একটি সিটের জন্য কাতরাচ্ছেন বিয়ানীবাজার উপজেলার শতশত রোগীর স্বজন। করোনা ভাইরাসের ভয়াবহতা ঠিক কতটা বিয়ানীবাজার উপজেলায় তা এখন অনুমান করা খুব কষ্টকর নয়।
করোনার ভয়াবহতা প্রতিদিন বিয়ানীবাজার উপজেলায় তৈরি করছে কঠিন, হৃদয়বিদারক দৃশ্য। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে ঘুরতে সিট না পেয়ে অনেক রোগী ভাগ্যকে দোষ দিয়ে এম্বুল্যান্সে মৃত্যু বরণ করছেন৷ করুন এই পরিস্থিতি সামাল দিতে পারবে কী বিয়ানীবাজার৷
পরিস্থিতি কতটা নাজুক এ বিষয়ে মুঠোফোনে কথা হয় বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইশহাক আজাদের সাথে। তিনি বলেন, বিয়ানীবাজারের করোনা পরিস্থিতি এখন খুবি ভয়াবহ৷ স্বাস্থ্যকমপ্লেক্সের করোনা ইউনিটে রোগী এখন পরিপূর্ণ। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণের বাইরে৷ সাধারণ মানুষকে বার বার সচেতন করার পরও স্বাস্থ্য সচেতনতায় প্রত্যেকেই ছিলে উদাসীন। বর্তমানের এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করা ছাড়া আর কোন উপায় নেই। তিনি আরও বলেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ১০ শয্যা করোনা ইউনিট পরিপূর্ণ হওয়ায় আরও ১০ শয্যা বৃদ্ধি করার পরিকল্পনা করছি আমরা।