সিলেটের ১০ হাসপাতালে সিট না পেয়ে বিয়ানীবাজার হাসপাতালে ঠাই পেলেন বড়লেখার করোনা সন্দেহভাজন নারী
বিয়ানীবাজার টাইমসঃ সিলেটের ১০ হাসপাতালে সিট না পেয়ে ঘুরতে ঘুরতে অবশেষে বিয়ানীবাজার হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের একটি বেডে ঠাই পেলেন বড়লেখার করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধা নারী। করোনা কালীন এইসময়ে বিয়ানীবাজার হাসপাতালে সিট অনেকটাই স্বস্তি পেয়েছেন রোগীর স্বজনরা।
বিষয়টি জানিয়েছেন বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু ইসহাক আজাদ।
বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের করোনা সন্দেহভাজন লাল চান বিবি সিলেটের প্রায় দশটি হাসপাতাল ঘুরে জায়গা না পেয়ে বিয়ানীবাজার উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বড়লেখার এই নারীর দুর্ভোগ শেষে উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসহাক আজাদ বলেন, তিনিসহ সব করোনা রোগীদের নির্ধারিত আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দিচ্ছি। তাঁর স্বজনরা জানিয়েছেন সিলেটের দশটি হাসপাতালে তাকে নিয়ে ছুটে বেড়িয়েছেন। কোথাও শয্যা না পেয়ে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, তাঁদের হাসপাতালে ১০ টি আইসোলেশন বেডে করোনার চিকিৎসা দেয়া হচ্ছে। এরই মধ্যে সবগুলো শয্যায় রোগীদের সেবা দেয়া হচ্ছে।