মৌলভীবাজার

মৌলভীবাজারে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : শনাক্তের হার প্রায় ৪২ শতাংশ

মৌলভীবাজার জেলায় করোনার সংক্রমণ দিনদিনই গানিতিক হারে বেড়ে চলেছে। প্রশাসনের কোন তৎপরতা সাধারণ মানুষের অপ্রয়োজনে ঘরের বাইরে যাওয়া আটকাতে পারছেনা।

বিশেষ করে ভ্রাম্যমান আদালত রাস্তায় থাকলে লোকজন বিধি নিষেধ কিছুটা মানলেও তাদের চলে যাওয়ার পর অবাধে মেলামেশা ও বেপরোয়া চলাফেরা করতে দেখা যাচ্ছে। মানুষের এসব আচরণ দেখে মনে হচ্ছে তারা যেন চোর পুলিশ খেলায় নেমেছেন। সরকার ও প্রশাসনের এত তৎপরতা কিছু অবিবেচক মানুষের জন্য ভেস্তে যেতে বসেছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

করোনাভাইরাসের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ১৪ দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিনে মঙ্গলবার (২৭ জুলাই) আইন-শৃঙ্খলা বাহিনী তৎপরতায় জেলা শহরেরর প্রধান সড়কগুলো কিছুটা ফাঁকা ছিল। তবে প্রতিদিনের মতো কাচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় কেনাকাটার মানুষের প্রচুর ভীড় ছিলো। দেখা যায়নি স্বাস্থ্যবিধি মানতে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহনান ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সার্বিক তত্ত্বাবধানে জেলা শহরের প্রবেশমুখে ও ৭ উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বি.জি.বি, র‌্যাব, পুলিশের টহল জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাওয়া হচ্ছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটগন স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। কোন কিছুই মানুষকে ঘরে রাখতে পারছেন না। সচেতন মহলের দাবি প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন।

এদিকে মৌলভীবাজার জেলায় ২৪ ঘণ্টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের জেলার ২৫৩ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৯ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪ হাজার ৮৮২ জন।

Back to top button