মৌলভীবাজার
মৌলভীবাজারে মোবাইল কোর্টের ৭৬ হাজার ৮শ’ টাকা জরিমানা
নিউজ ডেস্ক- মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় করোনা ভাইরাসের বিস্তার রোধে সার্বিক কার্যাবলি-চলাচলে আরোপিত বিধি-নিষেধের সুষ্ঠু বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
সোমবার (২৬ জুলাই) জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ জেলা শহরে ও সকল উপজেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনী, বি.জি.বি, র্যাব, পুলিশ, আনসারের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনসচেতনতামূলক কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট পরিচালনায় ১৩৮ ব্যক্তিকে ৭৬ হাজার ৮শ’ টাকা অর্থদন্ড ও আদায় করা হয়েছে।