মৌলভীবাজারে মা নামাজের জন্য ডাকতে গিয়ে দেখেন ছেলে আর নেই!
মৌলভীবাজারের শাহ মোহাম্মদ কামরুজ্জামান আবির (২৯) গত রাতে ঘুমিয়েছিলেন ১১ টায়। ভোরে মা ফজরের নামাজ পড়ার জন্য ডাকতে গিয়ে দেখেন ছেলে আর নেই! পৃথিবীতে সেদিন সবাইকে খুশি করে যেভাবে এসেছিল এভাবেই সবাইকে কাঁদিয়ে শেষ বিদায় নিল শাহ মোহাম্মদ কামরুজ্জামান আবির। আবির করোনার উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। তবে মা-বাবার দাবি, তিনি স্ট্রোক করে মারা গেছেন। আবির মৌলভীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের মুসলিম কোয়াটারস্থ অবসরপ্রাপ্ত এসআই মো. শাহজাহানের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত রাত ১১ঘটিকায় আবির সবার সাথে ঘুমাতে যান। ভোর ৪টার দিকে মা যখন নামাজের জন্য তাকে ডাকতে যান তখন তার কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরিবারের সদস্যরা তখন ডাক্তার ডাকলে ডাক্তার জানান ২ ঘণ্টা পূর্বেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আদরের একমাত্র ছেলের মৃত্যুর খবর শুনে পরিবারের কেউ মেনে নিতে পারছেন না। মা-বাবা, বোনেরা, বন্ধু-বান্ধবসহ প্রতিবেশী সবাই বাকরুদ্ধ তার এই বিদায়ে। এরকম একটি তরতাজা প্রাণ রাতে যখন ঘুমাতে গিয়েছে তখন কেউ কল্পনাও করেননি এভাবে সবাইকে কাঁদিয়ে অকালে চলে যাবেন।
মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে আবিরের বন্ধু ফজলে আমিন রাফসান শেখ বোরহান উদ্দিন রহ. ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবের সাথে যোগাযোগ করলে তিনি সাথে সাথে করোনায় মৃত দাফন-কাফনের টিম প্রস্তুত করে আবিরের বাড়ি পৌঁছান।
সোমবার (২৬ জুলাই) সকাল ১০টায় মৌলভীবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের মুসলিম কোয়াটারস্থ বাসভবনে স্বাস্থ্যবিধি মেনে লাশ গোসল করিয়ে জানাজা শেষে ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার খুশিপুর গ্রামে দাফনের উদ্দেশ্যে লাশ নিয়ে রওনা হয় তার পরিবার। এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, জেলা দাফন-কাফন ও সৎকার টিমের লিডার আশরাফুল খান রুহেল, সাংগঠনিক সচিব সোহান হোসেন হেলাল, টিম মেম্বার সিরাজুল ইসলাম।
শেখ বুরহান ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন, করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করার খবর পেয়ে আমরা আমাদের টিম নিয়ে দাফন-কাফনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করি।