বিয়ানীবাজার পৌরশহরের ফৈয়াজ মার্কেটে আগুন আতংক!
জুনিয়র প্রতিবেদকঃ বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিন বাজারস্থ ফৈয়াজ মার্কেটের পানি তোলার মোটর থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আজ সোমবার বিকালে ফৈয়াজ মার্কেটের একটি বিল্ডিংয়ের সিঁড়ির নিচে থাকা পানির পাম্পে হঠাৎ করে আগুন লেগে যায়। তবে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আসে।
খবর পেয়ে বিয়ানীবাজার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগীতা করেন। আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে অগ্নিকান্ডের ঘটনায় বিল্ডিংয়ে বসবাস করা কয়েকটি পরিবার আতঙ্কিত হয়ে নিচে নেমে আসেন। এবং তাদের চিৎকারে আশেপাশের মানুষ আতংকিত হয়ে পড়েন
তাতে সেখানে থাকা স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিল্ডিংয়ে থাকা কয়েকটি পরিবার তাৎক্ষণিক ভাবে নিচে নিরাপদ স্থানে নেমে আসে।
বিয়ানীবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা মহররম আলী বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষনিক ঘটনাস্থলে আসি। অগ্নিকান্ডের ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি, তবে এব্যাপারে বিল্ডিংয়ের দায়িত্বরতদের আরো সচেতন থাকা উচিত ছিলো। আগুন ছড়িয়ে পড়লে এই জায়গায় অনেক বিপদ হতে পারতো।