মৌলভীবাজার

মৌলভীবাজার মনু নদীর চর থেকে যুবকের লাশ উদ্ধার

টাইমস ডেস্কঃ মৌলভীবাজার সদর উপজেলার সুমারাই এলাকার মনুনদীর চর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ২৪ জুলাই রাত ১১ টার দিকে সদর উপজেলার সুমারাই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মনু নদীর চর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহটির পরিচয়ের জন্য আমাদের প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন খোঁজখবর নিচ্ছি আশা করি তার পরিচয় পাওয়া যাবে।

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Back to top button