বিয়ানীবাজার সংবাদ
৪ দিন পর বিয়ানীবাজারে ফের শুরু টিকা প্রদান
বিয়ানীবাজার টাইমস- ঈদের ছুটি এবং (সাপ্তাহিক) ৪ দিন ছুটির পর বিয়ানীবাজার উপজেলায় ফের শুরু হয়েছে টিকা প্রদান।
বিয়ানীবাজার উপজেলায় সুরক্ষা অ্যাপে নিবন্ধকারী প্রায় ৩৫০ জন আজ ২৪ জুলাই বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এসে টিকা গ্রহণ করেছেন।
সরেজমিনে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সেন ঘুরে দেখা যায় উপজেলার সাধারণ মানুষ স্বাস্থ্যকমপ্লেক্সের নির্দিষ্ট ইউনিটে টিকা গ্রহণ করছেন। এতে দেখা যায় টিকা গ্রহণ করতে আসা সাধারণ মানুষের দীর্ঘলাইন। সবার মুখে মাস্ক থাকলেও ছিল নির্দিষ্ট দূরত্ব।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন আজ প্রায় ৩৫০ জন টিকা গ্রহণ করেছেন। তিনি বলেন পূর্বের তুলনায় সাধারণ মানুষের এখন টিকা গ্রহণ করার জন্য আকর্ষণ বেড়েছে।