কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে বিয়ানীবাজারে প্রশাসনের কঠোর অবস্থান
জুনিয়র প্রতিবেদক- কঠোর লকডাউনের ২য় দিনে বিয়ানীবাজারে রয়েছে প্রশাসনের কঠোর অবস্থান। মাঠে কাজ করছে পুলিশ, বিজিবি অব্যাহত রয়েছে বাংলাদেশ সেনাবহিনীর টহল।
করোনা ভাইরাস ভয়ানকরুপে বিস্তার করছে পুরো বাংলাদেশে। বিয়ানীবাজারেও প্রতিদিন আক্রান্ত হচ্ছেন অধিক মানুষ। ঈদুল আজহাকে ক্ষেন্দ্র করে কঠোর লকডাউন শিথিল করা হয়েছিল ৮ দিনের জন্য। ২য় দফায় ১৪ দিনের জন্য ২৩ জুলাই থেকে ফের শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ।
কঠোর লকডাউনের ২য় দিনে আজ বিয়ানীবাজারে পৌরশহরে কোন প্রয়োজনে যারা আসছেন তাদের প্রত্যেকেই জিজ্ঞাসাবাদ করছে প্রশাসন। সঠিক কারণ না দেখাতে পারলে অনেককেই করা হচ্ছে জরিমানা।
সরেজমিন পৌরশহরে ঘুরে দেখা যায় পুলিশের একাধিক টিম অবস্থান করছে বিয়ানীবাজারের রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে। পৌরশহরে অবস্থান করছে বিজিবির সদস্যবৃন্দ। প্রশাসনের কঠোরতায় সাধারণ মানুষের চলাচল রয়েছে নিয়ন্ত্রণে