বিয়ানীবাজার সংবাদ

শেষ দিনে বিয়ানীবাজারে জমে উঠেছে পশুর হাট, গরুর দাম নিম্নমুখি হওয়ায় স্বস্তিতে ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক-  শেষ দিনে জমে উঠেছে বিয়ানীবাজারের পশুর হাট। কেনা বেচায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা এবং বিক্রেতা।

ঈদুল আজহায় সৃষ্টিকর্তাকে খুশি করার উদ্দেশ্য মুসলমানরা পশু কোরবানি দেন। আগামীকাল পবিত্র ঈদুল আজহা হওয়ায় কোরবানীর জন্য গরু কিনতে বিয়ানীবাজার পৌরশহরের পশুর হাটে সাধারণ মানুষের উপচেপড়া ভীড় দেখা যায়।

কোরবানীর ঈদকে ক্ষেন্দ্র করে বিয়ানীবজার পৌরশহরের পিএইচজি হাইস্কুল মাঠে বসেছে পশুর হাট। গরু কেনার জন্য সেখানে ভিড় জমিয়েছেন সহস্রাধিকের বেশী মানুষ। তবে ক্রেতারা বলছেন পূর্ববর্তী দিনের তুলনায় দাম এখন নিম্নমুখি। তাতে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

সালমান আফরাজ নামে একজন ক্রেতা বলেন আগের তুলনায় আজকে দাম কিছুটা কম। আমি একটি গরু কিনেছি। দাম একটু কম হওয়ায় আমি বেশ খুশী

অন্যদিকে শেষদিনে ক্রেতাদের উপচেপড়া ভীরে বেশ খুশি এখন বিক্রেতারা৷ বিগত দিন গুলোতে ক্রেতাদের অভাবে পশু ব্যবসায়ীদের কপালে যে চিন্তার ভাজ সৃষ্টি হয়েছিল এখন ক্রেতাদের সমাগমে তা স্বস্তিতে পরিণত হয়েছে তাদের।

অন্যদিকে বিয়ানীবাজার পশুর হাটে কোন গরু প্রাথমিভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের সেবা দেওয়ার জন্য উপস্থিত রয়েছেন উপজেলার প্রাণীসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।দেখা যায় তারা পুরো পশুর হাট ঘুরে দেখছেন কোন গরু অসুস্থ হয়েছেকীনা।

পশুর হাটে ঘুরে কথা হয় সেখানে দায়িত্বশীল ইজারাদার প্রতিনিধি নজরুল হোসেনের সাথে। তিনি বলেন সাধারণ মানুষের নিরাপত্তা স্বার্থে এখানে উপস্থিত রয়েছে প্রশাসন। তিনি বলেন সাধারণ মানুষ যাতে সুন্দর ভাবে গরু কিনতে পারে তার জন্য সব ধরণের সহযোগিতা করা হচ্ছে দায়িত্বশীলদের পক্ষ থেকে।

করোনা মহামারীতে বিয়ানীবাজার উপজেলায় যখন প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানে গরুর বাজারে বেশীরভাগ সাধারণ মানুষের মুখে নেই মাস্ক, ছিল না নির্দ্দিষ্ট দূরত্ব। তবে দেখা যায় গরুর বাজারে সাধারণ মানুষকে মাস্ক পড়তে এবং স্বাস্থ্যবিধি মানার জন্য বার বার দায়িত্বশীলদের পক্ষ থেকে মাইকের মধ্যে বলা হচ্ছিল। তবে তাতে কর্ণপাত করছিলেন না সাধারণ মানুষ। এতে বিয়ানীবাজার পড়তে পারে আরও হুমকির মধ্যে মনে করছেন স্বাস্থ্যবিধরা।

Back to top button