বিয়ানীবাজারে শপিংমল গুলোতে তরুণীদের উপচেপড়া ভিড়, পছন্দের শীর্ষে টপস
নিজস্ব প্রতিবেদক- একদিন পেরুলেই পবিত্র ঈদুল আজহা। এতে সবার মনে এখন খুশির বন্যা। ঈদ উপলক্ষে শেষ দিনে বিয়ানীবাজারের শপিংমল গুলোতে এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়৷ বিক্রেতাদের যেন এখন নিশ্বাস ফেলার সময় নেই৷
পৌরশহরের শপিংমলগুলো এখন ক্রেতাদের আনাগোনায় কানায় কানায় পূর্ণ৷ অত:পর ক্রেতাদের উপচেপড়া ভিড়ে বিক্রেতারা এখন বেশ খুশি।
শপিংমল গুলোতে তরুণীদের আনাগোনাই সবচেয়ে বেশি। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার তরুণীদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে রেডিমেন্ট টপস। অনেকেই আবার আকর্ষণ দেখাচ্ছেন ড্রেসের প্রতিও৷
পৌরশহরে শপিং করতে আসা তরুণী সায়মা বেগম বলেন ঈদুল আজহা উপলক্ষে তিনি বেশ উত্তেজিত। পরিবারেরসবাইকে নিয়ে তিনি শপিং করছেন। নিজের জন্য কিনেছেন পছন্দের টপস সাথে অনেক কিছু উপহার দিয়েছেন পরিবারকে।
কথা হয় শপিং করতে আসা আরও বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে৷ ঈদ উপলক্ষে অনেকেই শপিং করতে এসেছেন পরিবারের জন্য। পরিবারের সদস্যদের উপহার দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চান তারা
করোনা মহামারীতে বিয়ানীবাজারের পরিস্থিতি যখন প্রতিদিন ভয়াবহের দিকে যাচ্ছে তখন শপিং করতে আসা অনেকের মুখে নেই মাস্ক, ছিল না স্বাস্থ্যবিধি। ঠাসাঠাসি করে ক্রেতাদের শপিং করতে দেখা যায়
এদিকে ক্রেতাদের ভিড় বাড়ায় বস্ত্র বিতানের ব্যবসায়ীরা প্রকাশ করেছেন অনেকটা স্বস্তি। বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন যদিও পিছনের ক্ষতি পুরোপুরি পুষিয়ে উঠা সম্ভব হয়নি তবে ক্রেতাদের ভিড় বাড়ায় এখন আমরা অনেকটা আশাবাদী।
ঈদের কেনাকাটায় ব্যস্ত এখন বিয়ানীবাজারের সাধারণ মানুষ। করোনার থাবায় লণ্ডভণ্ড যখন পুরো বিয়ানীবাজার উপজেলা তখন, নেই সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা। এতে স্বাস্থ্যবিধদের কপালে তৈরি হয়েছে নতুন করে চিন্তার ভাজ
আজকের ঈদের আনন্দ যেন পরবর্তীদিনে কান্নার কারণ না হয়ে দাঁড়ায়। নতুন কাপড় কিনতে এসে আক্রান্ত হয়ে পরিবারে নতুন শূন্যতা তৈরি হবে কী না তাতে বড্ড উন্মাদ সাধারণ মানুষ। ঈদ শপিংয়ে এসে আপনি করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন না তার নিশ্চয়তা কী?