কুলাউড়া

কুলাউড়ায় ৩ ডাকাত সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হাজীপুরের দক্ষিণ পাবই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল কাদিরের পুত্র আব্দুল মজিদ (পিচ্চি মজিদ), কমলগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলে আব্দুছ ছত্তার রাজু ও কুলাউড়া পৌর শহরের মাগুরার বাসিন্দা মৃত সিদ্দিক মিয়ার পুত্র আল আমিন।

থানার উপ পরিদর্শক অপু কুমার দাশ জানান, ডাকাতি রোধে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় ও ওসি তদন্ত আমিনুল ইসলামের নেতৃত্বে আমিসহ থানা পুলিশ সদস্যরা অভিযান চালাই। অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের মৌলভীবাজার আদালতের মাধ্যমে সোমবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, গ্রেপ্তারকৃত তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাই মামলা কুলাউড়া থানায় রয়েছে। এসব মামলায় তাদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট জারি ছিল।

Back to top button