গোলাপগঞ্জ
গোলাপগঞ্জে আরও ১১জন করোনায় আক্রান্ত
নিউজ ডেস্ক- গোলাপগঞ্জে নতুন ১১জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। রোববার রাতে নমুনা পরীক্ষায় তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার মো. শাহিনুর ইসলাম শাহিন।
এনিয়ে গোলাপগঞ্জে ৫৮৯জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫২১জন। আইসোলেশনে আছেন ৫২জন। মৃত্যুবরণ করেছেন ১৬জন।
এদিকে রোববার গোলাপগঞ্জে ৩৯৩জন ব্যক্তি করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছেন। এনিয়ে উপজেলায় মোট ১৭৮৫জন করোনা ভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন।