কানাইঘাটে শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধ’র্ষণ : আদালতে আসামীদের স্বীকারোক্তি

নিউজ ডেস্ক- কানাইঘাট সদর ইউনিয়নের জন্তিপুর রাধানগর গ্রামে ১৮ বছরের এক শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধ’র্ষণের ঘটনায় সিলেটের বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃত দুই আসামী।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান গ্রেফতারকৃত সুহেল আহমদ মেয়েটিকে ধ’র্ষণ করেছে ও ফয়ছল আহমদ ধ’র্ষণের সময় সেখানে উপস্থিত থেকে সহায়তা করেছে মর্মে বিজ্ঞ আদালতে শনিবার স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে তারা। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ভিকটিম মেয়েটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি রয়েছে।
তিনি আরো বলেন মুলত শারিরীক প্রতিবন্ধী ঐ তরুণীকে জোরপূর্বক ভাবে ভয়ভীতি দেখিয়ে ধ’র্ষণ করেছে গ্রেফতারকৃত আসামী সুহেল আহমদ। এ কাজে তাকে সহযোগীতা করেছে মামলার অন্যান্য আসামীরা।
এরআগে, গত বৃহস্পতিবার বিকালের দিকে মেয়েটি প্রাইভেট পড়ানো শেষ করে বাড়ি ফেরার পথে পার্শ্ববর্তী জন্তিপুর গ্রামের মোরাকিব আলীর পুত্র রিয়াজ উদ্দিন তার নির্জন বাড়িতে নিয়ে যায়। এ সময় রিয়াজ উদ্দিনের বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে রিয়াজ উদ্দিন তার ঘরের দরজা বন্ধ করে দেয়। এতে দরজা বন্ধ করার দৃশ্যটি দেখতে পায় মৃত কবির আহমদের পুত্র সুহেল আহমদ। পরে সুহেল আহমদ তার সহযোগীদের খবর দিলে তারা রিয়াজের বাড়িতে এসে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে রিয়াজের সহযোগীতায় গ্রেফতারকৃত সুহেল আহমদ মেয়েটিকে জোরপূর্বক ধ’র্ষণ করে। এরপর রিয়াজ মেয়েটিকে ধ’ষর্ণের চেষ্টা করলে অন্যান্য আসামীরাও ধ’ষর্ণের চেষ্টা করে। এতে মেয়েটি চিৎকার ও কান্নাকাটি শুরু করলে তারা সেখান থেকে পালিয়ে যায়।
মামলার বাদি মেয়েটির বাবা মামলার এজহারে উল্লেখ করেছেন গ্রেফতারকৃত সুহেল আহমদ তার মেয়েকে ধ’র্ষণ করেছে এবং মামলার অপর ৪ আসামী ধ’র্ষণ করতে না পারলেও এ কাজে তারা সহযোগীতা করেছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক জানান মেয়েটির পিতা গত বৃহস্পতিবার থানায় এসে এমন অভিযোগ জানানোর পর তাৎক্ষণিক অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম স্যারের নিদের্শে এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মুল আসামী ধ’র্ষণকারী সুহেল আহমদ ও সহযোগীতাকারী ফয়ছল আহমদকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামী রিয়াজ উদ্দিন, ছোট সুহেল ও গিয়াছ আহমদকে গ্রেফতারের চেষ্টা চলছে।