প্রবাসে ছুরিকাঘাতে জমির উদ্দিনের মৃত্যু, ৩ মাস পর আসলো লাশ
বিয়ানীবাজার টাইমস- সৌদি আরবে ছুরিকাঘাতে ৩ মাস আগে নিহত হয়েছিলেন গোয়াইনঘাটের জমির উদ্দীন। ৩ মাস পর দেশে আসলো তার মৃত দেহ। শনিবার (১৭ জুলাই) সকাল দশ ঘটিকায় তার দাফন সম্পন্ন করা হয়।
জানাযায় গত ১৬ এপ্রিল গোয়াইনঘাট উপজেলার বার্কিপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে জমির উদ্দিনের সাথে একই উপজেলার লাফনাউট গ্রামের মৃত ছয়ফুল ইসলামের ছেলে প্রবাসী নিজাম উদ্দিনের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। সেই জের ধরে সৌদি সময় আনুমানিক রাত ৯ ঘটিকায় সৌদিতে নিজাম উদ্দিন ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ জমিরের উপর হামলা চালায়। ঘটনাস্থলেই জমির উদ্দীন প্রাণ হারান। পরে সৌদিতে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা নিজামকে আটকে সৌদি পুলিশের হাতে সৌপর্দ করেন।
জমির উদ্দীনের মৃত্যুতে তার পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের হাল ধরে বেশ কয়েক বছর থেকে তিনি সৌদিতে বসবাস করে আসছিলেন। তার মৃত্যুতে তার পরিবার এখন দিশেহারা। উল্লেখ্য ঘটনার পর থেকে খুনি নিজাম সৌদি আরবের কারাগারে রয়েছে।