বড়লেখায় ভিজিএফের চাল বিতরণে মানা হয়নি স্বাস্থ্যবিধি
বড়লেখা প্রতিনিধি:: কোনরকম স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মৌলভীবাজারের বড়লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ-২০২১ এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এই চাল বিতরণ করা হয়৷ এসময় এক জায়গায় জড়ো হয়ে গাদাগাদি করে চাল নিতে দেখা যায় উপকার ভোগীদের।
সরেজমিনে নিজ বাহাদুর পুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে দেখা যায় ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ ২০২১ এর চাল বিতরণ করা হচ্ছে। ইউনিয়নের ৮ শত ৪৬ জন উপকার ভোগীদের মধ্যে ১০ কেজি করে এই চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণের সময় উপকার ভোগীদের মধ্যে কোন রকম সামাজিক দুরত্ব ছিলো না। এক জায়গায় জড়ো হয়ে দাড়িয়ে আছেন সবাই। এসময় বেশিরভাগের মুখে ছিলো না মাস্ক। সাধারণ মানুষকে সচেতন করতে বা স্বাস্থ্যবিধি নিশ্চিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোন ব্যবস্থা।
এ বিষয়ে ৩নং নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হককে ফোন দিলে তিনি প্রশ্ন শোনার পর শোনা যাচ্ছে না অজুহাতে ফোন কেটে দেন। পরে একাধিকবার ফোন দিলে তিনি আর ফোন রিসিভ করেন।