বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারের যুবক জিয়াউল ইসলামের উপর পরিকল্পিত হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত

বিয়ানীবাজার টাইমস- বিয়ানীবাজার থানার বৈরাগী বাজারের জিয়াউল ইসলামের উপর পরিকল্পিত হামলা ও হত্যা চেষ্টার প্রতিবাদে শুক্রবার বিকেলে এলাকাবাসীর উদ্যোগে বৈরাগী বাজারে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আমির উদ্দিন মাস্টারের পরিচালনায় ঘন্টাব্যাপী চলা মানবন্ধনে উপস্থিত ছিলেন কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, সমাজ সেবক আলীহাসান, বৈরাগীবাজার অটো মিশুক সমিতির সভাপতি রুহুল আমিন, বৈরাগীবাজার ব্লাড ডোনেটরস ক্লাবের সভাপতি জাহিদ হাসান জুবের, মাস্টার শফিকুল ইসলাম, ব্যবসায়ী আব্দুর রহিম, বৈরাগীবাজার বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান স্বপন এবং গ্রামের যুবক এবং সর্বস্তরের জনসাধারণ।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে কুড়ার বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন জিয়াউল ইসলামের উপর পরিকল্পিত ভাবে হামলা করেছে দুষ্কৃতিকারীরা জিয়াউল ইসলামকে হত্যা করার জন্য। তাকে হত্যা না করতে না পেরে চিকিৎসা চলাকালীন সময়ে তার উপর মিথ্যা মামলা দেওয়া হয়। আমরা অবিলম্বে তার মুক্তি চাই ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবী জানাই।

মানববন্ধনে বক্তারা বলেন গত ২৩ জুন পরিকল্পিত ভাবে জিয়াউল ইসলামের উপর পরিকল্পিত ভাবে হামকরা হয় তাকে হত্যা করার উদ্দেশ্যে। ভাগ্যক্রমে সে বেচে যায়। তারপর চিকিৎসা চলাকালীন সময়ে তার উপর নারী ও শিশু নির্যাতনের কোতোয়ালি থানায় মিথ্যা মামলা করা হয় এবং তাকে ২৬ জুন গ্রেপ্তার করা হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা অবিলম্বে জিয়াউল ইসলামের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার মুক্তি দাবী করেন। অন্যথায় গ্রামের প্রত্যেক জনসাধারণ কঠিন কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন এবং যে দুষ্কৃতকারীরা জিয়াউল ইসলামের উপর হামলা করেছেন এবং মিথ্যা মামলা দিয়েছেন তাদেরকে গ্রামে অবাঞ্চিত ঘোষণা করেছেন

Back to top button