গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

নিউজ ডেস্ক- গোলাপগঞ্জে আবারো চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। গত কয়েক মাস ধরে এই উপজেলায় করোনা আক্রান্ত কম থাকলেও জুন মাস থেকে বাড়তে থাকে রোগীর সংখ্যা।

এরমধ্যে শুক্রবার (১৬ জুলাই) নতুন আরো ২২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে গোলাপগঞ্জ উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭৮ জনে। এরমধ্যে মারা গেছেন ১৬ জন এবং সুস্থ হয়েছেন ৫১৪ জন। আইসোলেশনে (চিকিৎসাধীন) রয়েছেন ৪৮ জন।

জানা যায়, সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলায় আক্রান্ত ৩৫জন করোনা রোগীর মধ্যে গোলাপগঞ্জ পৌরসভায় ১৩ জন, ঢাকাদক্ষিণে ইউনিয়নে ১০ জন, লক্ষণাবন্দ ইউনিয়নে ৮ জন, বুধবারীবাজার ইউনিয়নে ২জন, ভাদেশ্বর ইউনিয়নে ২ জন, বাদেপাশা ইউনিয়নে ৪ জন, বাঘা ইউনিয়নে ১ জন, ফুলবাড়ী ইউনিয়নে ৩ জন এবং আমুড়া ইউনিয়নে ৫জন করোনা রোগী রয়েছেন।

বিষয়টি শুক্রবার বিকেলে নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর ইসলাম শাহিন বলেন, ‘গোলাপগঞ্জ উপজেলায় দিন দিন করোনা রোগীর সংখ্যা বেড়ে চলেছে। এখনি সচেতন না হলে করোনা আক্রান্তের সংখ্যা আরো বাড়বে।’

তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সবাইকে আহ্বান জানান।

Back to top button