ঈদের আমেজে বিয়ানীবাজারে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদকঃ লকডাউন শিথিল হওয়ায় বিয়ানীবাজার এখন হয়ে উঠেছে ব্যস্ততম শহরে। গাড়ির হর্নে কান জালাফালা হয়ে যাওয়ার উপক্রম আঞ্চলিক মহাসড়কে নেই পা ফেলার যায়গা।
ইদুল আজহা নিকটবর্তী হওয়ায় সাপ্তাহিক ছুটির দিনেও বিয়ানীবাজারে মানুষের ঢল। শপিংমল গুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। কেউবা যাচ্ছেন পশুর হাটে গরু ক্রয়ের উদ্দেশ্যে।
অতিরিক্ত মানুষের চাপে বিয়ানীবাজার পৌরশহরে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা সাধারণ পথযাত্রীদের দূর্ভোগ পোহাতে দেখা যায়।
কথা হয় বেশ কয়েকজন পথযাত্রীর সাথে৷ ছুটির দিনেও বিয়ানীবাজারে আসার কারণ হিসেবে কেউ কেউ বলেন শপিংয়ে এসেছেন, কেউ বলেন পশুর হাটে যাচ্ছেন, কেউ কেউ ব্যাক্তিগত কারণ দেখান
বাড়তি মানুষের আনাগোনায় বেড়েছে সিএনজি চালিত অটোরিক্সা, প্রাইভেট কার, ব্যাটারি চালিত অটোরিকশা। আর তাতেই তৈরি হয়েছে যানজট
সরেজমিনে বিয়ানীবাজার পৌরশহর ঘুরে দেখা যায় ট্রাফিক পুলিশ অনবরত কাজ করে যাচ্ছেন যাতে রাস্তায় জ্যাম না থাকে। তারপরও কিছুতেই যেন কিছু হচ্ছে না। যতই সময় যাচ্ছে যানজট যেন বেড়েই চলছে। তাতে চলতে বাধাগ্রস্ত হচ্ছে রোগীবাহি এ্যাম্বুলেন্স গুলো৷