বিয়ানীবাজার সংবাদ

লকডাউন শেষ, বিয়ানীবাজারে আগামীকাল থেকে চলবে দূরপাল্লার বাস

জুনিয়র প্রতিবেদকঃ কঠোর বিধিনিষেধের শেষ দিন ছিল আজ বুধবার। কোরবানির ঈদ নিকটবর্তী হওয়ায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে আগামী কাল বৃহস্পতিবার থেকে সাত দিনের জন্য। অনুমতি দেওয়া হয়েছে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার বাস চলাচলের।

করোনামহামারীর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এবং সময়ের সাথে আরও বেশী ভয়াবহ হয়ে উঠায় সরকার কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল সাত দিনের জন্য, পরের ধাপে আরও সাত দিন বৃদ্ধি করা হয়েছিল। ইতোপূর্বে থেকে চলমান লকডাউন থাকায় বন্ধ ছিল দূরপাল্লার বাস চলাচল। প্রায় দীর্ঘ দেড় মাস পর দূর পাল্লার বাস চলাচলের অনুমতি পেলো বাস পরিবহন শ্রমিকরা। তাতেই যেন তাদের মুখে স্বস্তির হাসি ফোটে উঠেছে । কাল সূর্যের আলো ফোটার আগেই চলতে শুরু করবে বিয়ানীবাজার থেকে বিভিন্ন স্থানের উদ্দেশ্যে দূরপাল্লার বাসের চাকা। তাতেই খুশি এখন বিয়ানীবাজারে বাস কাউন্টারের পরিচালকরা।

বিয়ানীবাজারে বাস কাউন্টার গুলো ঘুরে কথা হয় এনা, রুপসীবাংলা, শ্যামলীসহ কয়েকটি বাসকাউন্টারের পরিচালকদের সাথে। তারা বাস চলাচলের অনুমতি দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছে।

কথা হয় কাউন্টারে টিকিট কিনতে আসা সাব্বির আহমেদ নামে একজন যাত্রীর সাথে। তিনি দীর্ঘ দিন পর বাস পেয়ে নিজের বাড়ি যাবেন মহাখালিতে। বাস না থাকায় আটকা পড়েছিলেন তিনি বিয়ানীবাজারে। অতঃপর বাস পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন ।

রুপসী বাংলার বিয়ানীবাজারের কাউন্টারের ব্যবস্থাপক ও পরিচালক কল্যাণ চক্রবর্তী বলেন দীর্ঘ দিন বাস চলাচলের অনুমতি পাওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে। অগ্রিম টিকিট নিচ্ছেন বেশীরভাগ মানুষ। একই কথা বলেন বিয়ানীবাজারে এনা কাউন্টারের ম্যানেজার শিপলু আহমেদ।

Back to top button