বিয়ানীবাজারে সরকারি জমি দখল, ফিরে যাচ্ছে সরকারি বিভিন্ন প্রকল্প
মিলাদ জয়নুলঃ খাসজমি সব দখলে। কেউ সরকারি জমির উপর নির্মাণ করেছেন স্থায়ী ভবন। আবার কেউ অস্থায়ী স্থাপনা তৈরি করে দখল পোক্ত করেছেন। এ অবস্থা বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার সর্বত্র। জনগুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের জন্যও এখানে জমি পেতে রীতিমত যুদ্ধ করতে হয়। যদিও সরকারি কর্মকর্তা বলছেন, নীতিমালার কারণে সরকারি প্রকল্পের জন্য সেই জমি চেয়েও পাওয়া যাচ্ছে না।
দীর্ঘদিন থেকে বিয়ানীবাজার পৌরশহরে একটি পাবলিক টয়লেট স্থাপনের জন্য জমি পাওয়ার চেষ্টা করছে পৌর কর্তৃপক্ষ। কিন্তু সেই জমিও পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন মেয়র মো. আব্দুস শুকুর। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ?আশ্রয়ণ প্রকল্প স্থাপনেও জমি অধিগ্রহণ নিয়ে বিপাকে পড়েছে স্থানীয় প্রশাসন।
পৌর এলাকার একটি জায়গায় অন্যের দখলে থাকা খাসজমি উদ্ধার করলেও নানা জটিলতা রয়েছে। ফলে সেখানে এখনো আশ্রয়ণ প্রকল্প নির্মাণে কাজ শুরু করতে পারেনি প্রশাসন। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর জানান, আশ্রয়ণ প্রকল্পের ৩য় ধাপের কাজ ওই স্থানে শুরু করা হবে। সূত্র জানায়, পৌরশহরের দাসগ্রামে একটি অটিস্টিক বিদ্যালয় স্থাপনের জন্য সরকার জমি অধিগ্রহণ করতে চায়। কিন্তু সেটিও অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। এর পাশে জেলা পরিষদ বিশ্রামাগার স্থাপন করলেও জায়গা নিয়ে অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। খাসা নয়াবাজারে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের জন্য উচ্চ আদালত পর্যন্ত সরকারকে যেতে বাধ্য করা হয়। এরপর সেখানে ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হয়। খাসা দীঘিরপাড় এলাকায় একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণের জন্য ব্যক্তি মালিকানাধীণ জায়গা অধিগ্রহণ করে সরকার। এতে প্রায় ৫ কোটি টাকা ভর্তুকি দিতে হয় সরকারকে। চারখাইয়ে জেলা পরিষদের মালিকানাধীন জমি নিয়ে দু’পক্ষে বিরোধ তুঙ্গে। দুবাগে স্থলবন্দর নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও অনেক মালিকই দখল ছাড়তে অপরাগতা প্রকাশ করছেন। ফলে এই প্রকল্পের কাজ চলছে ধরিগতিতে। লাউতা ইউনিয়নের বারইগ্রাম বাজার, জলঢুপ বাজার, চারখাই, রামদা, দুবাগ, বৈরাগীবাজার এলাকায় থাকা খাসজমিও এখন অবৈধ দখলে চলে গেছে। এছাড়াও সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম আঞ্চলিক সড়কের দু’পাশের মূল্যবান বিপুল পরিমাণ জমিও অবৈধ দখলদারদের কবলে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের এসও আতাউর রহমান জানান, জমি দখলের খবর পেলেই আমরা আইনানুগ প্রক্রিয়ায় উচ্ছেদের চেষ্টা করি। তবে নানা সীমাবদ্ধতার কারণে দ্রুত তা সম্ভব হয়না।
বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুন নূরের কাছে অবৈধ দখল এবং খাস জমি সংক্রান্ত তথ্য চাওয়া হলে তিনি তা দিতে অপরাগতা প্রকাশ করেন। পরবর্তীতে তথ্য অধিকার আইনে একই বিষয়ে জানতে চাওয়া হলে তাতেও উত্তর মেলেনি। এ সংক্রান্ত আবেদন এখন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানির অপেক্ষায় আছে। সৌজন্যঃ মানবজমিন