লকডাউন শেষ হওয়ার আগেই শেষ, বিয়ানীবাজারে সব চলছে স্বাভাবিক নিয়মে
জুনিয়র প্রতিবেদকঃ সরকার ঘোষনা অনুযায়ী কঠোর লকডাউনের শেষ দিন আজ বুধবার, তবে ঈদুল আযহায় মানুষের কথা চিন্তা সরকার আগামী ১৫ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত লকডাউন শিথিল ঘোষনার পরে বিয়ানীবাজারের লকডাউনের পরিস্থিতি পালটে গেছে, সবকিছু চলছে স্বাভাবিকভাবে। বুধবার সকালে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন রাস্তা এবং গ্রামী বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উপজেলার সিলেট- বিয়ানীবাজার- বারইগ্রাম সড়কে কোনো বাধা ছাড়াই চলছে দুরপাল্লার বাস ছাড়া সকল গনপরিবহন। । ঈদের আমেজে বিয়ানীবাজার এখন ব্যস্ত সাধারণ মানুষের সমাগমে৷
কঠোর বিধিনিষেধের শেষ দিনে এই রিপোর্ট লিখা পর্যন্ত পরিলক্ষিত হয়নি প্রশাসনের তৎপরতা। ফলে সিএনজি চালিত অটোরিক্সা, ব্যাটারি চালিত অটরিকশা, প্রাইভেট কার ও মোটরবাইকের চলাচলে বিয়ানীবাজার তৈরি হয়েছে যানজট।
সরেজমিনে ঘুরে দেখা যায় সাধারণ মানুষের আনাগোনায় এখন বিয়ানীবাজারে পা ফেলার যায়গা নেই। নিজেদের কাজে মানুষ ছুটে চলছেন প্রতিনিয়ত৷ কেউ কেউ পড়ছেন না মাস্ক, নেই চলাচলে নির্দিষ্ট দূরত্ব, নেই স্বাস্থ্যবিধি। বিধিনিষেধে যে সকল দোকানপাট বন্ধ থাকার কথা শেষ দিনে তা ও এখন খুলা।
বিয়ানীবাজারে মানুষের সমাগম বেড়ে যাওয়ায় নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এমন কঠিন সময়ে সাধারণ মানুষের বাধভাঙ্গা চলাচলে বিয়ানীবাজার হয়ে উঠতে পারে করোনা সংক্রমণের হটস্পট ধারণা স্বাস্থ্যবিধদের৷ তাই সবাইকে প্রয়োজনে বাজারে আসতে হলে স্বাস্থ্যবিধি মেনেই বাজারে আসার জন্য আহব্বান করছেন স্বাস্থ্যকর্মকর্তারা।
মুঠোফোনে কথা হয় বিয়ানীবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুন নুরের সাথে। তিনি বলেন বিধিনিষেধের শেষ দিনেও তারা কঠোর রয়েছেন৷ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ তারা অভিযান পরিচালনা করছেন। মানুষকে বিধিনিষেধ মানার জন্য সচেতন করছেন। আজকের লকডাউনের শেষ দিনেও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বা থাকবে।
উল্লেখ্য, কোরবানির ঈদ নিকটবর্তী হওয়ায় সরকার কঠোর বিধিনিষেধ আগামী কাল বৃহস্পতিবার থেকে সাত দিনের জন্য শিথিল করেছে।