বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে টিসিবির পন্য কিনতে দীর্ঘ লাইন, নেই স্বাস্থ্যবিধির বালাই

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজার পৌরশহরে টিসিবির পণ্য কিনতে গ্রাহকদের লম্বা লাইন দেখা গেছে। করোনাকালীন এসময়ে লম্বা লাইনে দাঁড়ানো মানুষদের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। বৃহস্পতিবার (০৮ জুলাই) বিয়ানীবাজার পৌরশহরের উত্তর বাজারে এ দৃশ্য দেখা গেছে। টিসিবি ডিলারসহ তাদের কর্মচারিরা স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানালে পণ্য ক্রয় করতে আসা মানুষের মধ্যে এবিষয়টি উপেক্ষিত ছিল।

করোনাকালীন সময়ে মানুষের আয়ের পথ সীমিত থাকায় সরকারের পক্ষ থেকে কমদামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করা হচ্ছে। স্বাভাবিক দিনে সাধারনত টিসিবির পণ্য কিনতে এতো লম্বা লাইন দেখা যায়না, তবে করোনাকালীন সময়ে অর্থকষ্টে নিম্নবিত্ত্যের পাশাপাশি পণ্য কিনতে মধ্যবিত্তরা লাইনে দাড়াচ্ছেন।

পণ্য কিনতে আসা একজন মধ্যভিত্ত পরিচয় না দিয়েই বলেন, অনেকটা বাধ্য হয়েই টিসিবির পন্য কিনতে আসছি রাস্তায়। দীর্ঘ লাইনে দড়িয়ে থাকতে হবে কমপক্ষে এক ঘন্টা, যা কখনো হয়নি কিন্তু কিছু করার নেই।

Back to top button