বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার চারখাইয়ে রেস্টুরেন্টে মানা হয়নি স্বাস্থ্যবিধি, ২৫ হাজার টাকা জরিমানা

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে কঠোর লকডাউনের মধ্যেও সরকারের বিধিনিষেধ অমান্য করে রেষ্টুরেন্ট স্বাস্থ্যবিধি না মেনে খোলা রাখায় চারখাই বাজারের একটি রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন সিলেট জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকাল ৪ টার সময় চারখাইয়ে অবস্থিত পারভেজ রেষ্টুরেন্টকে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতে সহায়তা করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

সরকারের বিধিনিষেধ অনুযায়ী কঠোর লকডাউনে সকাল ৯ টা থেকে রাত ৮টা পর্যন্ত রেষ্টুরেন্টগুলোতে শুধুমাত্র অনলাইনে ডেলিভারি দেওয়ার কথা থাকলেও তা অমান্য করে রেষ্টুরেন্ট খোলা রেখে (আগের মত) স্বাস্থ্যবিধি না মেনে থাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, বিয়ানীবাজারে দুইজন নির্বাহি ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জেলা প্রশাসকের অফিস থেকে আরেকজন নির্বাহি ম্যাজিস্ট্রেটের নের্তৃত্বে বিয়ানীবাজার পৌরশহরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।

Back to top button