বিয়ানীবাজার সংবাদ
বিয়ানীবাজারে গাজাসহ আটক ১

বিয়ানীবাজার টাইমসঃ বিয়ানীবাজারে গাজাসহ এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। এক কেজি গাজাসহ আটক ব্যাক্তি উপজেলার পশ্চিম নিদনপুর গ্রামের মৃত তছির আলীর পুত্র মাদক ব্যবসায়ী কবির উদ্দিন (৪৫)।
সোমবার (০৫ জুলাই) রাতে তার বসতবাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের দিক নির্দেশনায় এস আই নিয়াজ মোর্শেদ আবির মাদক ব্যবসায়ী কবিরকে তার বসতবাড়ি থেকে আটক করেন। পরে তল্লাসীকালে তার শয়নকক্ষ থেকে এক কেজি গাজা উদ্ধার করা হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, আটককৃত কবিরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।