মৌলভীবাজার

মৌলভীবাজার লকডাউনে অভুক্ত কুকুদের খাবার দিচ্ছেন লন্ডন প্রবাসী

নিউজ ডেস্কঃ এবারের লকডাউনেও অভুক্ত কুকুরের জন্য খাদ্য যোগাড়ে নেমেছেন লন্ডন প্রবাসী সমাজসেবক সুয়েল আহমদ। মালিকবিহীন অভুক্ত কুকুরগুলোর সহায়তায় এগিয়ে এসেছেন মৌলভীবাজারের এই তরুণ। গত বছর দীর্ঘসময়ের লকডাউনে যখন অভুক্ত হয়ে পড়েছিলো শহরের মালিক বিহীন কুকুর গুলো, তখনও খাবার নিয়ে এগিয়ে আসেন তিনি।

সুয়েল আহমদের বাড়ি জেলা সদরের কনকপুর এলাকায়। গত বছর লকডাউনের প্রায় দেড় মাস প্রতিদিন তিনি মৌলভীবাজার শহরের প্রায় ২০০টি কুকুরকে খাবার দিতেন।

চলতি লকডাউনেও অভুক্ত কুকুরের খাদ্য যোগাড়ের দায়িত্বে নেমেছেন সুয়েল আহমদ। কঠোর লকডাউনের মৌলভীবাজার শহরের কুকুরগুলোকে খাবার বিলি করছেন তিনি।

সুয়েল আহমদ জানান, মানুষ মুখ খুলে বলতে পারে তাই সে কোন না কোনভাবে খাবার পেয়ে যাচ্ছে। কিন্তু এই প্রানীগুলো মালিক বিহীন কিন্তু বসবাস করে মানুষের পাশে। তাদের খাবারের প্রয়োজন মেটাতে আমি গত বছরের মত এই বছরও খাবার বিলি করছি। প্রথম দিনে ২০০ কুকুরের জন্য খাবার তৈরী করেছিলাম বিকেল পর্যন্ত ১০০ কুকুরকে খাবার দিয়েছি। যতদিন কঠোর লকডাউন থাকবে ততদিন এভাবেই খাবার বিলি করা হবে।

 

Back to top button