গোলাপগঞ্জে ছেলেদের হাতে বৃদ্ধ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের

নিউজ ডেস্ক- গোলাপগঞ্জে ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে তোতা মিয়া (৬০) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৩জুলাই) রাতে নিহতের বোন ও বিয়ানীবাজার উপজেলার হেতিমখানী গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী ছালেহা বেগম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২জনকে আসামী করে মামলা (নং-৬/০৩.০৭.২০২১) দায়ের করেন।
সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সুরঞ্জিত কুমার দাস বলেন,
হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে শনিবার বাদ আছর উপজেলার বাড়া পরগণাবাজার এলাকায় নিহত তোতা মিয়ার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য শুক্রবার রাত ৮টায় উপজেলার বাঘা পরগনা বাজার চৌমুহনীতে ছেলেদের ধারালো অস্ত্রের আঘাতে তোতা মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সম্প্রতি তোতা মিয়ার স্ত্রী পাঁচ সন্তানের জননী দিলারা বেগমের সাথে তোতা মিয়ার তালাক হয়। কয়েকদিন পূর্বে তোতা মিয়া নতুন আরও একটি বিয়ে করেন। এছাড়াও জায়গা জমি নিয়ে তোতা মিয়া ও তার ছেলেদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ রয়েছে। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।