কানাইঘাটে পরিত্যক্ত অবস্থায় ২৩৫ বোতল বিদেশী মদ উদ্ধার

নিউজ ডেস্ক- সিলেটের কানাইঘাটে পরিত্যক্ত অবস্থায় ২৩৫ বোতল বিদেশী মদ ও ১টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার র্যাবের অভিযানে উপজেলার হালাবাদি গ্রাম এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার (২ জুলাই) র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল কানাইঘাট থানার ২নম্বর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হালাবাদি এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় ২৩৫ বোতল বিদেশী মদ ও ১টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিডি করে উদ্ধার করা মদগুলো কানাইঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব।
অভিযানে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান আল আলম