জুড়ী

জুড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

নিউজ ডেস্ক- মৌলভীবাজারের জুড়িতে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আব্দুল মুক্তাদির ও মোহাম্মদ জামিল আহমদ এবং লন্ডন প্রবাসী সুলতান আহমদের ভাই আব্দুল মুকিত এর বসতবাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে অজ্ঞাত একটি চক্র।

বুধবার (৩০ জুন) রাতে এ ব্যাপারে জুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা যায়, গেল মঙ্গলবার (২৯ জুন) মধ্যরাতে উপজেলার পূর্বজুড়ী ইউপির বড়ধামাই গ্রামের মৃত মনির আলীর ছেলে আব্দুল মুকিতের বাড়ির বসতঘরের দরজা ও জানালায় ধাক্কাধাক্কি ও দরজা ভাঙ্গার চেষ্টা করে একটি চক্র। আওয়াজ শুনে আব্দুল মুকিত ও তার পরিবারের সদস্যরা ঘুম থেকে জাগে কে, কে বলে চিৎকার করে ও আশপাশের লোকজনকে ফোন দেন। লোকজন আসার বিষয়টি টের পেলে ওই চক্রটি দ্রুত পালিয়ে যায়। পরে ওই পরিবার ও স্থানীরা ডাকাত সন্দেহ হলে, জুড়ি থানায় আব্দুল মুকিত বাদী হয়ে একটি অভিযোগ (অভিযোগ নং১৫৯ তাং৩০/৬/২০২১) দায়ের করেন।

এ ব্যাপারে জানতে চাইলে বাদী আব্দুল মুকিত (৪৫) বলেন, আমি দরজার শব্দে ঘুম থেকে জাগি ও জানতে চাই কে? কিন্তু কোন উত্তর না পেয়ে আতংকিত হই। পরে স্থানীয় কয়েকজনকে মোবাইল ফোনে বিষয়টি জানাই। স্থানীয় লোকজন আসার টের পেয়ে ওরা পালিয়ে যায়। আমার সন্দেহ ওরা ঘর ডাকাতি করতে এসেছে।

জুড়ি থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

Back to top button