জুড়ী

জুড়ীতে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের কঠোর অবস্থান

নিউজ ডেস্ক- করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন বাস্তবায়নে মৌলভীবাজারের জুড়ীতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানার নেতৃত্বে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অভিযান চালিয়েছে প্রশাসন।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন রিয়াদ হাসান সহ সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় সুজন মিয়া নামে একজনকে একহাজার টাকা জরিমানা প্রদান করে তা আদায় করা হয়।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে প্রশাসন। সরকারি নির্দেশনা অমান্য করে বিনা প্রয়োজনে ঘর থেকে হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Back to top button