বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজার পিএইচজি উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর হচ্ছে কাচাবাজার

বিয়ানীবাজার টাইমসঃ সরকার ঘোষিত লকডাউনের কারনে খোলা জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির বাজার নেয়ার ঘোষনা বাস্তবায়ন করছে বিয়ানীবাজার পৌরসভা। বিয়ানীবাজার কিচেন মার্কেটে অবস্থিত কাচাবাজার এবার পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করা হয়েছে।

আগামীকাল শুক্রবার থেকে পিএইচজি মাঠে সকলকে স্বাস্থ্যবিধি মেনে কাচাবাজার ক্রয়-বিক্রয় করার অনুরোধ করেছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুশ শুকুর। তিনি জানান, সরকারে নির্দেশনা মেনে পৌরসভা ইতিমধ্যে সকল ব্যবসায়ীদের জানিয়েছে এবং মাইকিং করিয়েছে যাতে খোলা জায়গায় সবাই স্বাস্থ্যবিধি মেনে কাচাবাজার করতে পারেন।

সরেজমিনে, বিয়ানীবাজারের ঐতিহ্যবাহি পিএইচজি মাঠে ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা তাঁদের জায়গা চিহ্নিত করে ইতিমধ্যে অস্থায়ী ঘর তৈরি করে ফেলছেন। আজ রাতের মধ্যেই এই অস্থায়ী বাজার তারা শুরু করবেন বলে জানান।

বিয়ানীবাজার পৌরশহরের ফল ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানিয়েছেন, পৌরসভার নির্দেশনা শুনে কাল থেকে পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে তারা দোকান স্থানান্তর করেছেন, কাল থেকে ওখানেই ব্যবসা করবেন।

Back to top button