জুড়ী

জুড়ীতে লকডাউনে কঠোর অবস্থানে প্রশাসন

নিউজ ডেস্ক- করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

মৌলভীবাজারের জুড়ীতে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ, সেনা ও বিজিবি যৌথ ভাবে মাঠে কঠোর অবস্থানে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানার নেতৃত্বে উপজেলা শহরে জোরালো অভিযান পরিচালনা করা হয়। প্রশাসনের অবস্থান টের পেয়ে অনেকে দোকানপাট বন্ধ করে দেন। রাস্তায় অযথা চলাচলকারী অনেকে যে যার মতো আড়ালে চলে যান। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, অযথা বাজারে ঘুরাফেরা না করা, নিরাপদ দুরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

এ সময় আইন অমান্য করায় উপজেলা শহরের ডাকঘর সড়কের ব্যবসায়ী বৌরানী সাজঘরের মালিক সুজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান কালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন।

Back to top button