মৌলভীবাজার

কমলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ  মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা সামাজিক কবরস্থানের আম গাছের গোড়া থেকে ফাঁস লাগানো বসা অবস্থায় অর্জুন মহালী (২৮) নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

অর্জুন মহালী পাত্রখোলা চা বাগান এলাকার মসজিদ লাইনের চা শ্রমিক গোপাল মহালীর ছেলে।

শুক্রবার (২৫ জুন) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, পাত্রখোলা চা বাগানের সামাজিক কবরস্থানে একটি আম গাছের ডালে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করা যুবক গাছের গোড়ায় বসা অবস্থায় রয়েছেন। পায়ে রক্তের ছাপ ও হাতের একটি আঙুলে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে নিহত অর্জুনের ভাইয়ের বউ স্বপ্না মহালী ও কাকাতো ভাই জাফর উল্যা মহালী বলেন, বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যার আগে বাড়ি থেকে বেড়িয়ে গিয়ে আর বাড়ি ফিরেনি অর্জুন। শুক্রবার দুপুরে খবর পাই অর্জুন কবরস্থানের একটি গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে কখনও কবরস্থানের দিকে যায় না, তাহলে কিভাবে এটা ঘটলো আমরা বুঝতেছিনা।

এদিকে বিকেল সাড়ে ৩ টায় কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে ওসি (তদন্ত) সোহেল রানা, এসআই সিরাজুল ইসলাম, আমিনুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজারে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বুঝা যাবে এটা হত্যা না-কি আত্মহত্যা।

 

Back to top button