বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

বিয়ানীবাজারঃ সংবাদ প্রচারের জেরে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করা হচ্ছে মর্মে বিয়ানীবাজার থানায় সাধারণ ডায়রি করেছেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বিয়ানীবাজার প্রতিনিধি সুফিয়ান আহমদ। সোমবার রাতে তিনি থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়রি করেন।

সাধারণ ডায়রিতে তিনি উল্লেখ করেন, ১৩ জুন দিবাগত রাতে বিয়ানীবাজার পৌরশহরে সড়ক দূর্ঘটনায় সাহেদ আহমদ দিপু নামে এক যুবক মারা যাওয়ার খবর তিনি দৈনিক শ্যামল সিলেট পত্রিকা ও তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে পোস্ট করেন। এরপর ওই দিন রাত ২টা থেকে তার মেসেঞ্জারে Marz Bond ও Md. Adnan নামে দুইটি আইডি থেকে অকথ্য ভাষায় গালিগালাজ ও পৌরশহরে আসলে কেটে টুকরো টুকরো করার খুন করার ক্রমাগত হুমকি আসতে থাকে। বিষয়টি থানায় সাধারণ ডায়রিভুক্ত করে তিনি আইনী সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, বিষয়টি তারা গুরুত্ব দিয়ে দেখছেন।

Back to top button