খোলা জানালা

পরিমনির ঘটনায় ‘ঘাপলা’ দেখছেন প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সচিব

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। রোববার (১৩ জুন) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পেজে এ অভিযোগ আনলেও সেখানে কারও নাম প্রকাশ করেননি তিনি। তবে রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসায় সাংবাদিকদের কাছে ‘নির্যাতনকারীদের’ নাম-পরিচয় প্রকাশ করেন পরীমণি। সেখানে তুলে ধরেন সেদিনের পুরো কাহিনী। তবে ব্যাপারটিকে স্বাভাবিক মনে হয়নি প্রধানমন্ত্রীর সাবেক উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের কাছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন, পুরো ব্যাপারটিতে কোনো ‘ঘাপলা’ আছে।

আজ সোমবার (১৪ জুন) সকালে নিজের ভ্যারিফাইড ফেসবুক একাউন্ট থেকে পরিমনিকে নিয়ে একটি পোস্ট দেন আশরাফুল আলম খোকন। সেখানে তিনি নানা ব্যাপার নিয়ে প্রশ্ন তুলেন। সাথে বিষয়টি নিয়ে সঠিক বিচারও ও দাবি করেন প্রধানমন্ত্রীর এই সাবেক সচিব।

নিজের দেয়া স্ট্যাটাসে খোকন লেখেন, ‘শুধু পরীমনি কেন, যেকোনো নারী যদি অনৈতিকতার শিকার হয় অবশ্যই এর সুষ্ঠু বিচার চাই। কিন্তু ঘটনা প্রবাহ দেখে মনে হচ্ছে এখানে কোথাও কারো মধ্যে কোনো ঘাপলা আছে। গড্ডলিকা প্রবাহে গা না ভাসিয়ে, কারো চরিত্র হনন না করে আসল ঘটনা খুঁজে বের করা দরকার। ঘাপলাটা কোথায় এবং করলো কে।’

তিনি আরও বলেন, ‘নাসির উদ্দিন মাহমুদের কিংবা পরিমনির চরিত্রের সার্টিফিকেট দেয়া নেয়া আমার কাজ না। আমরা যদি এই দুইজনের আশেপাশের সহকর্মীদের কাছে ওদের অতীত রেকর্ড সম্পর্কে একটু খোঁজ খবর নেই তাহলে তাদের চারিত্রিক গুণাবলী সম্পর্কে অনেক ধারণা পাওয়া যাবে। কে কোন মহলের বাসিন্দা। কার অতীত ইতিহাস কি বলে। আমজনতা না পারলেও সাংবাদিকদের জন্য খোঁজ খবর নেয়া খুব সহজ কাজ। একটি গোষ্ঠী নাসির উদ্দিন মাহমুদের বন্ধু হিসাবে পৃথিবীতে একজনকেই পেলেন, তিনি হলেন পুলিশের আইজিপি বেনজির আহমেদ।আরে ভাই, কারো সাথে ছবি থাকতেই পারে, বন্ধু হতেই পারে, আরও অনেকেরই ছবি থাকবে – এর মানে কি বেনজির সাহেব ওনাকে বলে দিয়েছেন নায়িকার সাথে খারাপ ব্যবহার করার জন্য ? নাসির মাহমুদ প্রায় ত্রিশ বছর সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের ঘনিষ্ঠ ছিলেন। এই লোকের সাথে দেশের অনেক বিখ্যাত মানুষেরই দেখলাম ছবি আছে। তাহলে কি সবাই দায়ী।’

শেষে তিনি বলেন, ‘পত্রিকার সংবাদ দেখে দুইটা বিষয় আমার কাছে এখনো খটকা লাগছে। প্রথমত: যেখানে যাচ্ছিলেন, বন্ধুর সেই অসুস্থ মা’কে দেখতে না গিয়ে আরেকজনের কথায় পরিমনি কেন মধ্যরাতে আশুলিয়াতে বোট ক্লাবে গেলেন ? যদিও যাওয়া কোন অপরাধ না। আর নাসির মাহমুদ এতবড় অভিযোগের পরও কেন এখনো চুপচাপ আছেন। কেন তিনি কথা বলছেন না ? আর এই সুযোগে হুজুগে জাতি বেনজির আহমেদের চরিত্র হনন করেই যাচ্ছে। তবে, পরিমনি অনেক ভাগ্যবতী, দেশের আইজিপির সাথে সরাসরি ফোনে কথা বলার সুযোগ ওনার রয়েছে।’

Back to top button