আশ্ শামস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন কাল

বিয়ানীবাজারঃ স্বাস্থ্য সেবার লক্ষ্যে আধুনিক যন্রপাতি, নির্ভুল পরীক্ষা ও বিশেষজ্ঞ ডাক্তাদের নিয়ে বিয়ানীবাজারে যাত্রা শুরু করতে যাচ্ছে আশ্ শামস ডায়াগনস্টিক সেন্টার।
আগামীকাল সোমবার পৌরশহরের মোকামরোড সংলগ্ন জুম্মা এন্ড আজম কমপ্লেক্সে অবস্থিত নিউ নাহিদ ফার্মেসী-২ এর সহযোগী প্রতিষ্ঠান আশ্ শামস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হবে।
এ উপলক্ষে বিকাল ৪ টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর।
এছাড়া বিশেষ অতিথি থাকবেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, মাথিউরা ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ সিহাব উদ্দিন, মোল্লাপুর ইউপি চেয়ারম্যান এম. এ মান্নান, লাউতা ইউপি চেয়ারম্যান মোঃ গৌছ উদ্দিন, তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান।
অনুষ্ঠেয় উদ্বোধন অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্রণ জানিয়েছেন মোঃ ময়জুল ইসলাম।