বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বিয়ানীবাজার টাইমস- পুষ্টি মেধা দারিদ্র্য বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতায় এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি’র সহযোগিতায় বিয়ানীবাজার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে শনিবার দিনব্যাপী পৌরশহরের পিএইচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। উদ্বোধন।

উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই প্রদর্শনী অনুষ্ঠানের প্রধান কারণ হচ্ছে মানুষকে উদ্যোক্তা হতে আগ্রহী করা। বিশেষ করে গবাদিপশু লালন-পালন করতে কী কী প্রয়োজন, সঠিক ভাবে এর লালন পালন কীভাবে করা যায় এই বিষয় গুলো সবার সামনে তুলে ধরার জন্য আজকের এই প্রদর্শনী অনুষ্ঠান। শেষে প্রদর্শনীতে অংশ নেয়া স্টলগুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ।

প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আবুল বাশার শুভ সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল উপজেলার ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম মোক্তাদির বিল্লা, । এসময় বক্তারা মেধাবী জাতি গঠন করতে মাছ, মাংস, ডিম খাওয়ার কোন বিকল্প নেই উল্লেখ করে প্রতিটি বাড়িতে নিজ উদ্যোগে গরু, হাঁস ও মুরগির খামার গড়ে তোলার আহ্বান জানান

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত প্রদর্শনীতে ৩০টি স্টলে উপজেলার খামারি, এনজিও সংস্থা ও ভেটেনারী ফার্মেসীগুলো অংশ নেয়। স্টলগুলো বিভিন্ন জাতের ছাগল, ভেঁড়া, গাড়ল, গাভী, ষাঁড়, মুরগি, টার্কি, কবুতরসহ নানা ধরনের প্রাণী প্রযুক্তি প্রদর্শনীতে শোভা পায়

পরিশেষে বিকেলে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী খামারিদের হাতে পুরুষ্কার ও সনদপত্র তুলে দেয়ার মধ্য দিয়ে প্রদর্শনীর সমাপ্তি ঘটে

Back to top button