খোলা জানালা

লিবিয়া থেকে ইতালীতে গেইম এবং কিছু কথা

সচ্ছল পরিবারের একমাত্র সন্তান নাম আহমেদ স্কুলপড়ুয়া এই ছেলেটি ছোট থেকেই স্বপ্ন দেখতো ইতালি যাবে বাবা রেজুয়ান মিয়া সেগুন কাঠের বক্স খাট বানিয়ে দিয়েছে সাথে নরম তুলতুলে বেড ছেলে যেন শুয়ে একটু আরাম পায়, আর ঐদিকে মা ছেলের খাবারের কোন ঘাটতি রাখেনা পোলাও মাংস এটাতো ছেলের ফেভারিট খাবার সপ্তাহে একবার না করলে ছেলে অনেক রেগে যাই

আর এদিকে ছেলে স্বপ্ন বুনতে বুনতে মোটামুটি ফাইনাল করে ফেলেছে যে বন্ধু-বান্ধব মিলে লিবিয়া যাবে অতঃপর ছেলের গন্তব্য লিবিয়ার গেম ঘর

গেম ঘরের প্রথম দিন দালালের মিথ্যা প্রলোভনে পা দিয়ে কত বড় যে ভুল করেছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে
যে ছেলে সকালের খাবারের মেনুতে অমলেট সাথে পরোটা ছাড়া খেত না সেই ছেলে এখন শক্ত রুটি খাচ্ছে অমলেট কিংবা জেলি ছাড়া

যাক দুইদিন গেলে অভ্যস্ত হয়ে যাবে কিন্তু নরম তুলতুলে বেড ছাড়া যার ঘুম হত না সেই ছেলে কিনা ফ্লোর এর ওপর বালিশ ছাড়া শুয়ে আছে এক ইঞ্চিও গ্যাপ দেয়ার সুযোগ নেই, কারণ তার মতো হাজারো স্বপ্ন নিয়ে শত শত যুবক পাশেই শুয়ে রয়েছে

গল্পটা বলার পেছনে একটি কারণ রয়েছে স্বপ্ন দেখা উচিত তবে স্বপ্নপূরণ টি দেখার জন্য একবারে চলে যাওয়ার থেকে বেঁচে থাকাটাই শ্রেয়

ইটালি যেমন আগের ইটালি নাই, ঠিক তেমন লিবিয়া ও আর আগের লিবিয়া নাই

আগের লিবিয়ায় বলতে কিছুটা শিথিল ছিল কিন্তু বর্তমান জাহান্নামের ভিতর ভালো কিছু আশা করা যেমন বোকামি ঠিক লিবিয়াতে ঐরকম

অভিভাবকদের উদ্দেশ্যে বলছি শরীরে টিউমার হয়েছে এটা অপারেশন করে ফেলুন কিন্তু অপারেশন না করে যদি এটির পরিচর্যা করেন তাহলে এটির ব্যাথা সারাজীবন বইতে হবে

তাই বলি সন্তানের স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে বাবা-মার যতটুকু কর্তব্য এটা অবশ্যই করুন কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দিয়ে নয়।

লেখক- লিবিয়ায় মাফিয়াদের ক্যাম্পে থাকা জনৈক বাংলাদেশী

Back to top button