মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে চা বাগানের পাতা চুরি নিয়ে দ্বন্দ্বে হামলা-লুটপাট, আহত ৩

নিউজ ডেস্ক-  মৌলভীবাজরের কমলগঞ্জের সুনছড়া চা বাগানের একটি সেকশন থেকে কাঁচা চা পাতা চুরির ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের ঘর বাড়ি, ব্যবস্থাপকের বাংলোতে হামলা ও বাড়ি ঘরে লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হামলায় ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার রাতে ঘটেছে।

জানা যায়, শুক্রবার রাতে সুনছড়া চা-বাগানের ১০নম্বর প্লান্টেশন এলাকা থেকে কাঁচা চা পাতা চুরি হচ্ছিল বলে হরিনারায়ণ হাজরা নামের এক চা শ্রমিক বাগানের প্রধান কর্মচারী (টিলা বাবু) গোপাল চক্রবর্তীকে অবগত করেন। চা পাতা চুরির বিষয়ে খোঁজ নিতে টিলাবাবু বাগানের পাহারাদার ময়নুল আহমেদ সঙ্গে নিয়ে চা-বাগানের প্লান্টেশন এলাকায় গেলে কোনো চোরকে পাননি। এতে ক্ষিপ্ত হন পাহারাদাররা। টিলাবাবুকে চাপ দিয়ে তথ্যদাতার নাম জেনে পাহারাদার মঈনুল আহমেদের নেতৃত্বে একদল লোক সুনছড়া চা বাগান বাজারে গিয়ে তথ্যদাতা শ্রমিক হরি নারায়ণ হাজরাসহ দুইজনকে বেঁধে নির্যাতন করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে হরি হাজারার পক্ষের লোকজন রাত ১০টায় সহকারী ব্যবস্থাপক ফারুক আহমেদের বাংলোয় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে। সহকারী ব্যবস্থাপক ফারুক আহমেদ বাংলোয় ভাঙচুরের খবর শুনে পুনরায় সুনছড়া চা বাগানের পাহারাদার গ্রামের মঈনুল আহমেদ, চিতলীয়া গ্রামের রশীদ উল্লা, ইব্রাহিম, সেলিম, মন্নান আলী, হান্নান মিয়া, সাকেলসহ চা পাতা চোরদল হরি হাজরার বাড়িতে সশস্ত্র হামলা চালায়। এতে চা বাগানে উত্তেজনা সৃষ্টি হয়। দুই পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে উঠলে পরিস্থিতি শান্ত করতে কমলগঞ্জ থানার একটি পুলিশ দল রাত ১১টায় সুনছড়া চা বাগানে গিয়ে পরিস্তিতি শান্ত করে।

হরি হাজরার ছোট ভাই কাজর হাজরা অভিযোগ করে বলেন, হামলাকারীরা ঘর ভাঙচুর করে ৭টি গরু ও ৫টি ছাগল, দোকানের ক্যাশ ও একটি দানবাক্স লুট করে নিয়েছে। এতে গুরুতর আহত ৩ জন শ্রমিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় চা শ্রমিক স্বপন নায়েক (২৮), হরিনারায়ন হাজরা (৩০) ও কালাইলাল হাজরা (২৫) আহত হয়েছেন।

এদিকে চা বাগান কৃর্তপক্ষ রাতে চা পাতা চুরির তথ্যদাতাদের নাম জড়িয়ে বাংলো ভাঙচুরের অভিযোগ এনে একটি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে নির্যাতিত চা শ্রমিকরা অভিযোগ করেছেন।

আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক নিশ্চিত করে বলেন, চা বাগানের পক্ষে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। আর শ্রমিক পরিবারের গবাদি পশু লুট পাঠের বিষয়টি দেখা হচ্ছে।

আলীনগর চা বাগান ব্যবস্থাপক হাবিব আহমদ চৌধুরী চা বাগানের সৃষ্ট ঘটনার নিশ্চিত করে বলেন, চা পাতা চুরির তথ্যদাতা হরি হাজরা প্রধান ব্যবস্থাপকের কাছে বিচার চাইতে পারতেন। তা না করে হামলা করা ঠিক হয়নি। পুরো ঘটনাটি তদন্ত করা হবে।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, রাতে সংবাদ পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চা বাগানের পক্ষে একটি লিখিত অভিযোগ গ্রহণের সত্যতা তিনি নিশ্চিত করেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Back to top button