বিয়ানীবাজার সংবাদ

বিয়ানীবাজারে লিচু কিনে ঠকছেন নাতো?

জুনিয়র প্রতিবেদকঃ বিয়ানীবাজারে এ বছর লিচুর বাম্পার ফলন হয়েছে। তাই পৌরশহরসহ পাড়ায় পাড়ায় বসেছেন বিক্রেতারা লিচু নিয়ে।মৌসুমি ফল হওয়ায় মানুষের আগ্রহ বেড়েছে লিচুর প্রতি৷

পৌরশহরে পঞ্চাশটি লিচু বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়৷ দাম একটু বেশি হলেও বেশ আগ্রহ নিয়ে লিচু কিনছেন ক্রেতারা।

এক হাটিতে থাকে পঞ্চাশটি লিচু। এই কথাই বলে বিক্রেতারা বিক্রি করছেন লিচু। সরেজমিনে পৌরশহরে ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র৷ এক হাটিতে একটি একটি করে গুনে দেখা যায় কোন হাটিতে আছে ৩০ টি আবার কোন হাটিতে আছে ৩৫ টি৷ পাতা দিয়ে এমন ভাবে বাধা মনে হয় লিচু পঞ্চাশটি ঠিকঠাক রয়েছে।

প্রতি হাটিতে পঞ্চাশটার যায়গায় লিচু কম কেন এ বিষয়ে সরেজমিনে কথা হয় ব্যাবসায়ী দেলওয়ারের সাথে৷ তিনি বলেন বার বার নাড়াচাড়া করার কারণে লিচু পড়ে যায়৷ একটু পুরনো হলে লিচু ঝরতে থাকে। সেজন্য হাটিতে অনেক সময় ৫০ টার যায়গায় লিচু কম হয়।

লিচু ব্যাবসায়ী আমির আলী বলেন দূর দূরান্ত থেকে লিচু আসে। তাই বার বার নামাতে উঠাতে লিচু অনেক সময় পড়ে যায়। একটু পুরোনো হলে লিচু ঝড়তে থাকে। সেজন্য হাটিতে লিচু অনেক সময় কমে যায়।

বিয়ানীবাজার টাইমসের প্রতিবেদকের অনুসন্ধানে বেড়িয়ে আসে এমন চিত্র। লিচু কিনতে এসে প্রতারিত না হয়ে সতর্কতা অবলম্বন করুন।

Back to top button