বড়লেখায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: বড়লেখায় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। রবিবার রাত সাড়ে নয় ঘঠিকার দিকে উপজেলার কাঠালতলী উত্তর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।। এসময় তাদের কাছ থেকে ১১৩ পিছ ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার কাঠালতলী উত্তর গ্রামের আমিন আলীর ছেলে হাবিবুর রহমান (৩৬) ও অজমির গ্রামের হাসিব আলীর ছেলে সাইফুর রহমান (৩০)।
পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদ পেয়ে কাঠালতলী উত্তর গ্রামের হাবিবুর রহমানের বসতঘরে অভিযান চালায় পুলিশ। এসময় তাদের দুইজনের কাছ থেকে ১১৩ পিছ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের প্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।
বড়লেখা থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার দাস বলেন, গোপন সংবাদের মাধ্যমে আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে এর আগেও থানায় মামলা হয়েছে।