বিয়ানীবাজার সংবাদ

বেড়েছে তাপমাত্রা, গরমে অতিষ্ট বিয়ানীবাজারের জনজীবন

জুনিয়র প্রতিবেদকঃ গত কয়েকদিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। এতে গরমের তীব্রতায় অনেকটাই হাঁসফাঁস বিয়ানীবাজারের জনজীবন। রবিবার সকাল থেকেই বয়ে যাচ্ছে গরম হাওয়া। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে রোদের প্রখরতা সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। দুপুরে ৩৪ ডিগ্রি সেলসিয়াস দেখালেও মনে হচ্ছে ৪০ ডিগ্রির উপর তাপমাত্রা।

তীব্র গরমের কারণে পৌরশহরের জনজীবন অতীষ্ট। খেটে খাওয়া নিম্নবিত্তের মানুষ পড়েছে চরম বিপাকে। রোদের প্রখর তাপে বাইরে যখন এক মিনিট থাকার উপায় নেই ঠিক তখন গরমের মধ্যেও কাজ করছেন নিম্নভিত্তের মানুষ। ক্লান্তির ছোয়ায় ও পরশ আসছে না একমুঠো ভাতের জন্য।

তীব্রগরমেও পৌরশহরে বেড়েছে মানুষের ব্যস্ততা। তবে প্রয়োজনীয় কাজ শেষে তাড়াতাড়ি ফিরছেন বাসায়।

পৌরশহরে সরেজমিনে কথা হয় রিক্সা চালক মুন্নার সাথে। সে জানায় তীব্র গরমে চোখ-মুখ অন্ধকার। তবুও জীবনের তাগিদে কাজ করতে হচ্ছে। পথযাত্রী রাকিব বলেন তীব্র এই গরমে শরীর যেন পুড়ছে। তবোও একটি গুরুত্বপূর্ণ কাজ থাকায় বাধ্য হয়ে আসছি। তীব্র গরমে মাথা খুব ধরেছে।

তীব্র গরমে বিক্রি বেড়েছে ঠান্ডা পানীয়ের, কদর বেড়েছে ফুটপাতে থাকা বরফ পানি দিয়ে লেবুর শরবতের।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে বিকালে সিলেটের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Back to top button