বিজ্ঞপ্তি
অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়কে বিয়ানীবাজার থানার বিদায়ী সংবর্ধনা

সিলেটের জকিগঞ্জ ও বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে বদলিজনিত কারণে বিয়ানীবাজার থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে থানার ওসির কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায়ের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসআই শাহআলম ভূইয়া, রুমেন আহমদ, যীশু দ্ত্ত, আব্দুর রব, নুর মিয়া, শাহ মোহাম্মদ হিমেল, এএসআই কুলসুৃমা আক্তার।
এসময় থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে বিয়ানীবাজার থানার কর্মকর্তাবৃন্দ জকিগঞ্জ ও বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর চাকুরী জীবনের সফলতা কামনা করেন।
বিজ্ঞপ্তি