বিয়ানীবাজারে লিচুর বাম্পার ফলন

জুনিয়র প্রতিবেদক- বিয়ানীবাজারে এ বছর লিচুর বাম্পার ফলন হয়েছে। রাস্তায় রাস্তায় বিক্রেতারা লিচু নিয়ে বসে আছেন বিক্রির জন্য।
সরেজমিনে বিয়ানীবাজার পৌরশহর ঘুরে দেখা গেছে, বাজারে ফুটপাতসহ বিভিন্ন যায়গায় বিক্রেতারা স্থানীয় লিচু নিয়ে বসে আছেন।। এখন স্থানীয় জাতের লিচু বাজারে এসেছে। আকার ও ধরণভেদে ১০০ লিচু ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাহিরের জেলার লিচু বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৩০০ টাকা কয়েকদিন গেলে ভিন্ন জাতের লিচু আসবে বাজারে ভিবিন্ন জেলা থেকে। তখন দাম আরও কমবে। তবে স্থানীয় মানুষের ধারণা বাহিরের জেলার লিচুতে বিভিন্ন রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয়। তাই তারা খুব একটা আগ্রহ দেখান না বলছেন বিক্রেতারা।
বর্তমানে বিয়ানীবাজারের পাহাড়ি এলাকা জলঢুপ, মুল্লাপুর, লাউতা, কালাইউরায় তুলনামূলক কমবেশি লিচুর চাষ বৃদ্ধি পাচ্ছে। সকাল থেকেই এসব যায়গা থেকে লিচু নিয়ে আসছেন বিক্রেতারা।
ক্রেতারা ও স্বাচ্ছন্দ্যে কিনছেন লিচু, অভিযোগ নেই বাড়তি দামের বিয়ানীবাজার উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার আরিফুর রহমান বলেন এ বছর লিচুর ফলন ভালো হওয়ার কারণ হচ্ছে, এই বছর পরিবেশ অনুকূলে ছিল। পরাগায়নের সময় কোন জটিলতা ছিল না । সঠিক ভাবে পরাগায়নের কারণে লিচুর ফলন বেশি হয়েছে।