কুলাউড়া

কুলাউড়ায় আন্ত:জেলা ডাকাত সরদার গ্রেপ্তার

কুলাউড়া থানা এলাকা থেকে র‌্যাব ৯ এর অভিযানে আন্ত:জেলা ডাকাতি মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি শিবলু মিয়া (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ মে সোমবার বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি- ২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতি. পুলিশ সুপার বসু দত্ত চাকমা এর নেতৃত্বে কুলাউড়া পৌর শহরস্থ কুলাউড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে পলাতক আসামি আন্ত:জেলা ডাকাত শিবলু মিয়াকে গ্রেপ্তার করা হয়। শিবলু হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কাছিশাইল নিবাসী আব্দুল মোতালিব এর পুত্র।

র‌্যাব জানায়, ধৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি করে আসতে ছিল। সে আন্ত:জেলা ডাকাতের সরদার হিসেবে মৌলভীবাজার জেলায় পরিচিত। তার অত্যাচারে বাস মালিক ও সাধারণ জনগণ অতিষ্ঠ ছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার জেলার দায়রা মামলা নং-৩০৪/১৮, জিআর নং-১৪৪/১৫ (কুলা) এবং জিআর নং-২৭২/১৮ (শ্রী), ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড, কুলাউড়া থানার মামলা নং-২০, তারিখ ২১ জুন ২০১৫, জিআর-১৪৪/১৫, শ্রীমঙ্গল থানার মামলা নং-২১, তারিখ ২৯ নভে: ২০১৬, জিআর-২৭৯/১৬ ধারা-৩৭৯/৪৪৭ পেনাল কোড, রাজনগর থানার মামলা নং-৯, তারিখ ৬ জুলাই ২০১৭, জিআর-১৬৩/১৭, সিলেট জেলার শাহপরাণ থানার মামলা নং-৭, তারিখ ১৮ অক্টোবর ২০১৭, কুলাউড়া থানার মামলা নং-২৩/৬৭, তারিখ ২০ ফেব্রুয়ারি ২০১৯ ধারা-৩৯২ পেনাল কোড, কুলাউড়া থানার জিডি নং-১০৭৬, তারিখ ২৭ এপ্রিল ২০২১, কুলাউড়া থানার মামলা নং-১৪, তারিখ ১৪ জানুয়ারি ২০১৪, ধারা: ৩৭৯ পেনাল কোড, কুলাউড়া থানার মামলা নং-২০, তারিখ ২১ জুন ২০১৫ মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Back to top button