মৌলভীবাজার
মৌলভীবাজারে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার

নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার উত্তরভাগ এলাকা থেকে রাবেয়া বেগম (২৫) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়। রাবেয়া উত্তরভাগ এলাকার প্রবাসী শরিফ মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
পারিবারিক কলহের জের ধরে রাবেয়া বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম জানান, সোমবার সকালে পরিবারের লোকজন রাবেয়ার কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে দেখতে পায় তিনি ঘড়ের আড়ার সঙ্গে দড়ি লাগিয়ে তাতে ঝুলে আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলেহের জের ধরে রাবেয়া আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।